প্রকাশিত: Tue, Dec 27, 2022 4:26 PM
আপডেট: Wed, Jul 2, 2025 2:32 AM

বঙ্গ-কূটনীতি বুঝতে পেন্টাগনÑক্রেমলিনের অনেক বাকি!

মনজুরুল হক

প্রথম ঘটনা: বিএনপির নিখোঁজ নেতার বাসা শাহীনবাগ থেকে ফেরার সময় মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে- পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ পিটার হাসের। এরপর রাশিয়ার মুখপাত্র গধৎরধ তধশযধৎড়াধ ‘ভালোমানুষী’ দেখিয়ে বললেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।’ এবার মারিয়া জাখারভ এবং পিটার হাস উভয়ের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রীর বাণী, ‘আমরা চাই না রাশিয়া, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক।’ রাশিয়ার জন্য এটা একটা ইনস্ট্রাক্টিভ লেসন হয়েছে। রাশিয়া ভেবেছিলো জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ না হয় ইউক্রেন প্রশ্নে বিপক্ষে ভোট দিয়ে ‘কলসির কানা মেরেছে, তা বলে কী প্রেম দেব না’? বঙ্গ-কূটনীতি বুঝতে পেন্টাগন-ক্রেমলিনের অনেক বাকি। লেখক ও ফ্রিল্যান্স জার্নালিস্ট